✍️ শৌভিক বাগচী
ওরা তো বোঝে না
কাঁটাতার দিয়ে
বিভাজন করা যায় না |
আকাশ ভাঙলে
ভাঙুক না কেউ
সব তো টুকরো হয় না |
প্রতিদিন দেখি
পরশপাথর
ক্ষ্যাপা খুঁজে ফেরে পদ্যে |
সে তার ইচ্ছে
টুকরো করবে
আঘাত হানবে গদ্যে ?
ক্ষ্যাপার গদ্যে
খোঁজাটাই আছে
সামনেতে কাঁটাতার |
বিভাজন তার
মনেই আসে না
ফিরে দেখে বারবার |
তুমিও দেখো না
জলরঙে আঁকা
ইচ্ছেরই ওঠানামা
যতই থাকুক
বিভাজন রেখা
ওটা আর পেরুবো না |
ওরা তো বোঝে না
কাঁটাতার দিয়ে
সবটা টুকরো হয় না |
যতটুকু থাকে
সেটার হদিশ
গল্পকথাতে মেলে না |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন