গল্পের উপলব্ধি


                ✍️সুরমা আকতার

জীবনের হাজার গল্পের
অংক কষতে কষতে
অনেক উপলব্ধি জন্মায়।
কিছু গল্প অপূর্ণতা পায়,
আর কিছু সার্থক।
আর কিছু গল্প অপূর্ণতাতেও সার্থক।
পরিভাষায় বলতে গেলে
ব‍্যাক্তির নিজের উপর নির্ভর।
গল্পটা সে কেমন সাজাবে।
জীবনের রং অনেক রকম,
সাজানোর দায়িত্ব নিজের উপর।
যে দায়িত্ব পালনে 
শ্রেষ্ঠত্ব অর্জন করবে
তার গল্প ততটাই
সার্থক হয়ে উঠবে।
প্রকৃতির গল্পটাই দেখা যাক!
এক সময় রুষ্ট 
এতটাই রুষ্ট থাকে যে
সবকিছু তোলপাড় করে চলে যায়,
আর একটা সময় 
এতটাই শান্ত থাকে 
সবার মন তার সৌন্দর্যে মাতোয়ারা করে।
সবকিছুই সবার জন্য সমান
শুধু কাঠামোটাই পাল্টে দেয় বিশ্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন