✍️কৃষ্ণ দাস
নীল দিগন্তে মেঘবালিকাদের আনাগোনা।
চিন্ময় রুপ খানি তাহার মিট মিটে কৃষ্ণ বর্নীকা।।
পংক্ষিনির ডানার চিল অবমুক্ত করিয়াছিল উহার এক চিলতে হাসি।
ভাগ্যের পরিহাস তাহার ব্যাপ্ত পরিহারে ছিল সাময়িক দাসী।।
তব চরণ ধরিতে সক্ষম।
যাহা সত্য তাহাই ভাবনায় ছেদ পড়ে যায়, পরিচয় বলে অক্ষম।।
মেঘের আড়ালে আবডালে ফসলের ঘুম ভাঙ্গার আভাস পাইয়াছি,
জিজ্ঞাসু তাহারে জড়ায়ে ধরিয়া কাঁদি যদি,
নীল সবুজের সমারোহ ,হে মেঘবালিকা ,
তব কৃষ্ণাঙ্গ বর্নিকার ছায়ার আদলে গড়া অভিমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন