✍️ বিপ্লব গোস্বামী
চাঁদের সাথে আমার প্রিয়ার
মিল রয়েছে বেশ,
যেন জোৎস্না ভরা চন্দ্রকলা
রূপের নাই শেষ।
চোখ দুটো তার পটল পটল
মুখ ভরা তার হাসি,
প্রথম দেখাতেই মন দিয়েছে
তাই বড্ড ভালোবাসি।
চাঁদের সাথে আমার প্রিয়ার
মিল রয়েছে বেশ,
যেমন আঁঁধার রাতে ইন্দু জ্যোতি
যোগায় অনিমেশ।
চলনে মিলনে দেহের গড়নে
উর্বশী নয়তো পরী,
তার প্রেমেতে সব ত্যাজেছি
তার হয়েছি পূজারী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন