✍️সুবর্ণা চক্রবর্তি
আলিঙ্গনের তীব্র দহনে
নিকোটিনের ঘ্রান,
নকল কথার দামে হয় রকমফের
ধোঁয়ার কুন্ডলীরা বোকা বানায়।
ক্ষতরা জেগে আছে আজ ও
জবাবের অপেক্ষায়।
বোবা কান্নারা গুমড়ে কাঁদে
চিলেকোঠার ঘরে,
কথা ও সুর পৌঁছাতে পারেনি সেথা
দুরত্ব রয়ে গেছে.......
এক অর্ধ সমাপ্ত গল্প হয়ে।
বেঁচে উঠতে চায়
ফ্যাকাশে দিনগুলোকে রামধনুতে রাঙিয়ে।।
সুবর্ণা চক্রবর্তি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন