বর্ষাকালের বৃষ্টি


               ✍️ডাঃ রূপক পোদ্দার 

      হটাৎ করেই ভাবতে থাকি যে মুষল ধারে বৃষ্টি হতে থাকবে। 
    শুকিয়ে যাওয়া আমার এই গ্রাম ও শহর আবার যে কবে ভিজবে বর্ষার বৃষ্টিতে। 
    শরীর বেয়ে অঝোরে ধারা কবে যে নামবে বৃষ্টি, 
   শুকিয়ে যাওয়া রক্ত ঠান্ডা হবে। 
    একই ছাদের তলায় এসে
 ধনী গরীব কাঁপবে আবার, 
       সারা শহর জুড়ে তখন
প্রচন্ড বৃষ্টি হবে। 
    অবাধ্য সব প্রেমিক-প্রেমিকা যত ভালোবাসায় ফুটবে কবে, 
      দিন দুপুরে ভালোবাসার
ভীষণ রকম বৃষ্টি হবে। 
       কবে আবার বৃষ্টি হবে
ভীষণ রকম ভাবে আবার 
       নতুন প্রাণের সৃষ্টি হবে।

                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন