✍️ প্রতীক হালদার
অভিমান জমে মনের কোণের
গোপন কুঠুরিতে,
লুকিয়ে থাকে চুপিসারে তারা
আলো আর আঁধারিতে ।
মনে টানে দাগ সময়ের তালে
অতীত কে ভূলে যায় ,
মনের ব্যথারা অদেখার তরে
হাজার কষ্ট পায় ।
অতীত স্মৃতিরা নিশ্চুপ রয়
জাগে না ঈশারাতে,
অভিমানী মন খোঁজ না নিয়ে
পাড়ি দেয় অজানাতে ।
দূরত্ব আসে দু-মনের ঘরে
বিরহ দোলায় দোলা,
ইচ্ছেরা তবু যায় আর আসে
স্বপ্নের জানালা খোলা ।
পাহাড় গড়ে অভিমানে রোজ
সুখের চাবি হারিয়ে,
মিথ্যা পাহাড় নগণ্য করে
দেয় না দু-হাত বাড়িয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন