আষাঢ়


                   ✍️ চন্দন পাল

গ্রীষ্মেতে ঘাম ঘাম,  গাছে গাছে,  আম কাঁঠাল রোদ্দুর, 
আষাঢ়েতে ঝিরিঝিরি, সব যেন, থেমে থেমে দে' দৌড়।

ভিজে যায় মাঠ ঘাট   ঝোপ ঝাড় বড় গাছ, 
ফুলে উঠে খাল বিল    লাফ দেয় কত মাছ।

ফোটা ফোটা চুমু খেয়ে   শিশু গাছ বেশ চুপ,
খুকুর তরী কেঁপে কেঁপে  উঠোন জলে দেয় ডুব।

বাংলার ঋতু শোভায় শ্রাবণও আসবে, শ্যাম দেয়া জেগে।
নাগরিক সুখ দুঃখ নগরপাল দেখবে, জীবন বোধ মেখে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন