মেঘের ওপর মেঘ


                 ✍️ দীপ্র দাস চৌধুরী

মেঘের ওপর মেঘ করেছে কেবল
বৃষ্টি নামুক। শহরে ঝরুক ধারা, 
তখন তুমিও আমার কথাই ভেবো
আমারও তখন কেউ নেই তুমি ছাড়া।

মনমালিন্যে থামুক যতই কথা
কিছু কথা আজও রয়ে গেছে জানি চোখে।
যতবার তুমি দিয়েছ নতুন ব্যথা-
ততবার আমি বেঁচেছি অচেনা শোকে।

বৃষ্টি ঝরুক, জানালার কাঁচ বেয়ে
গর্জে উঠুক, ভেসে যাক বিরহেরা।
তুমিও হারাবে নিজেকে আমার চেয়ে
তোমারও হবে না মেঘলায় ঘরে ফেরা...

তুমিও আমায় ভোলার চেষ্টা করো
না পারলে তুমি হবে স্রেফ দিশেহারা,
পুরনো স্মৃতিকে মুঠো ক'রে আজ ভরো
বৃষ্টিতে কে'বা সাথী হবে আমি ছাড়া?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন