স্মৃতি


                  ✍️জয়তী দেবনাথ

হৃদয় জুড়ে কত-শত স্মৃতির আনাগোনা।
রঙিন সেই স্মৃতিগুলো বড্ড যতনে বোনা।।
দিন আসে, দিন যায়, কাটে বছর কত।
সময় যে দিয়ে যায় স্মৃতি শত-শত।।
আর ফেরেনা সেই সময়, সেই সুখের হাসি।।
সময় শুধু দিয়ে যায় সমিতি স্মৃতি রাশি-রাশি।।
এখন যেই দিনগুলো কাটছে হেলায়-খেলায়। 
একসময় এগুলোই ভাসবে স্মৃতির ভেলায়।।
মনে হবে ওই দিন আবার ফিরে পেতাম যদি।
দু - হাতে আগলে তবে রাখতাম আমি বাঁধি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন