ছায়াযুদ্ধে

        
                   ✍️জ্যোতির্ময় রায়
       

ছায়াযুদ্ধে আছে রোজ,
ক্লান্তঘামের আট থেকে আশির জন
অযুত যন্ত্রণাগায়ে
নিশ্ছিদ্র ভদ্রতার টানে
বন্ধুসকলকে সঙ্গ দেয় কালে অকালে ,
হেঁয়ালির এনড্রয়েডে সমবেত সেল্ফি সময়ে 
সেও স্মিতমুখ হয় যন্ত্রণা লুকিয়েই
কয়েক সেকেন্ডের সে হাসিটা যদি 
সময় হাসতো !
হাসতো দিন 
অব্দের সীমা ছাড়িয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন