✍️দেবলীনা ভট্টাচার্য্য
কিছু ডায়েরির ছেঁড়া পাতা ,
কিছু কলমের দাগ।
প্রতিটি পাতায় লুকোনো কত ;
দুঃখ বেদনা রাগ।।
সেথায় লেখা প্রতিটি গল্প ,
বন্দী জীবনের একেক নাম।
যত্ন করে রাখা কত স্মৃতি ;
খোলা, মুক্ত, স্বাধীন উদ্দাম৷৷
গল্পের গল্প লিখে ,
কেটে গেছে দিনরাত।
এই কিছু পাতাই যে ছিল ;
তার ভরসার হাত।।
কত দুঃখে হয়েছে বোঝা ,
নিষ্পাপ মুখখানি।
কত কত সুখ, দুঃখ, পরিচিত মুখ ;
এই ডায়রিতেই যে হাতছানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন