একটা গাছ পুঁতেছিলাম আঙ্গিনায়,
সকাল বিকেল যত্নও নিতাম।
সময়মতো জল সার সবই দিতাম,
বেড়েও উঠেছিল তরতর করে।
পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পেয়ে
কচিপাতা , ডালপালায় ভরে উঠেছিল।
আঙ্গিনায় ছড়িয়েছিল শীতল ছায়া,
মনেও এসেছিল বিরাট প্রশান্তি।
সবই চলছিল ঠিকঠাক মতো,
দু'চারটা ফুলও আসতে শুরু করেছিল।
ডালপালা গুলোতে বইলো আনন্দের বন্যা,
সুন্দর ভবিষ্যৎ কল্পনায় হলো মগ্ন।
হঠাৎ দেখলাম আঙ্গিনায় প্রখর রৌদ্র,
মাথা তুলে তাকিয়ে দেখলাম গাছটাকে।
কবে কখন তার ডালপালা শুকিয়ে গেছে
ফুলগুলো ঝরে গেছে খেয়ালই করিনি।
তাড়াতাড়ি ঘড়া ঘড়া জল ঢাললাম ,
কৃষিবিদ এর পরামর্শে
নানা রঙের সার ঔষধ দিলাম,
তবুও বাঁচানো গেলো না গাছটাকে ,
জানলাম এগাছ একবারই বাঁচে,
এ যে বড়ো অদ্ভুত গাছ ---
নাম তার 'বিশ্বাস' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন