✍️ বিজয়া শর্মা
বর্ষা মানে মেঘলা আকাশ,
মেঘের গর্জন আর দমকা বাতাস।
পাখিরা সব যায় যে উড়ে,
মেঘে ঢাকা আকাশ ফুঁড়ে।
চাষির মাথায় চিন্তা জানি,
বৃষ্টিতে হয় ফসল হানি।
গাছ গাছালির মাথা নড়ে,
বাতাস যেন আছড়ে পড়ে।
রাখালরা সব যায় যে ছুটে,
এই তো বুঝি ঝড় ওঠে!
মেঘ জমেছে ঘরের কোণে,
বর্ষা নামবে পুষ্প বনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন