পথ চলা


               ✍️মনচলি চক্রবর্তী 

প্রভাতে সূর্যের উজ্জ্বল কিরন
আনে জীবনে এক নতুন শিহরন।
চারদিকে হাসে আলো ঝলমল
ধরনীর হৃদয় যেন দোলে টলমল।
নীল গগন, সাথে জুড়ায় পবনে সুভাস 
বয়ে আনে এক সুন্দর দিনের আভাস।
প্রভুর স্মরনে হোক নতুন দিনের জন্ম
জীবনের কোন পথ যেন না হয় অগম্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন