✍️সুজন দেবনাথ
কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
সমুখেতে রাজভোগ থেকেও
ভিক্ষে করে খাবে।
কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
রাজ প্রাসাদ টা গড়েও কেউবা
পথের ধুলায় রবে।
কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
শান্তির নীড়ে সদাই অশান্তিরা
জমাট বেঁধে রবে।
কেউ কি জানতো এমনও দিন
জীবনে এসে যাবে?
আঁধার ঘুচাতে আলোর খোঁজে
জীবন বয়ে যাবে।
কেউ কি জানতো? সত্যিই
কেউ কি জানতো?
জোয়ার-ভাটায়, ভাঙ্গা-গড়ায়
এরই নাম তো জীবন,
সবই তো বোঝে তবুও খোঁজে
কি যে অবুঝ মন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন