| ✍️ - পৃথ্বীশ দত্ত । |
| একবার যদি তুমি বলো একদিন ভালো বাসবোই, আমি বহু রূপে বারে বারে পৃথিবীতে আসবোই । একবার যদি তুমি বলো একদিন দেখা হবে তেপান্তরে আলো হয়ে রাজপথ খুলে যাবে অন্তরে অন্তরে। একবার যদি আসো নীড়ে একদিন অতি অল্পক্ষণ নীড়গুলো হয়ে যাবে ত্বরিতে শত শত প্রাসাদ-উপম, একবার যদি তুমি বলো শেষদিনে ব্যথার পাহাড়ে- এসো তবে স্বর্গ গড়ি আজ প্রত্যয়ের বিবিধ বাহারে । অন্তত একবার শেষবার বলো- প্রেমকেই সত্য বলে জানি ! আমার হৃদয়ে এই বীজমন্ত্র এই তবে সভ্যতার শ্রেষ্ঠতম বাণী । |
যদি একবার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন