✍️পঞ্চু পোড়েল
বুকেতে যার বহ্নিশিখা
লক্ষ্যে হয় না ভুল
দেশ মায়ের দামাল ছেলে
বিদ্রোহী কবি নজরুল।
দুঃখী লোকের দুঃখী তুমি
বর্গীদের সংহার
দুঃখের সাগরে জন্ম লয়ে
করেছ পারাপার।
রুক্ষ কেশ মলিন বেশ
বন্দী মাতৃভূমি
শৃঙ্খলে তে কারাবরণ
করেছিলে তুমি।
ডাক দিয়েছ কলম জোরে
আয়রে ছুটে আয়
মা যে মোদের অশ্রু ঝরায়
সময় বয়ে যায়।
ভাঙবো মোরা লৌহকারা
খুলবো হাতের বেড়ি
আর কেঁদো না আসছি মাগো
একটু করো দেরি।
অমর তুমি চির জীবন
এই ধরাধামে
পূজিত তুমি সবার মনে
বিদ্রোহী কবি নামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন