✍️অগ্রদীপ দত্ত
বাতায়ন দিয়ে নিঝুম বৃষ্টি দেখছি,
বছর খানেক আগের গ্রীষ্মকালকে ভাবছি।
আজকে স্মৃতিগুলো ভাবনায় পুনরাবৃত্তি,
বন্ধুদের সাথে কতনা করেছি কীর্তি।
গ্রীস্মের দাবদাহ ওই দুপুরে,
স্নানের আনন্দ ছিল পুকুরে।
আম-কাঁঠালের সে সুমিষ্ট গন্ধ,
সকলে মিলে খেতে কি আনন্দ।
দুপুরে মায়ের পাশ বালিশ এড়িয়ে যাওয়া,
পাশের বাড়ির লিচু চুরি করে খাওয়া।
খোলা জমিতে ঘুড়ি নিয়ে দৌড়ানো,
নদীর পারের শীতল হাওয়া প্রাণ জুড়ানো।
বিকেলবেলাবন্ধুদের সাথে খেলা,
সকলে মিলে হইচই করে বাড়ি ফেরা।
এখন আর পাইনা আগের গ্রীষ্মের মজা,
স্মৃতিগুলো মনের কোণে এখনো তাজা।
নিঝুম সে বৃষ্টি ক্ষীন হয়ে পড়লো,
মোর মনের বিকারহীন ভাব ভাঙল,
মেঘ ভেদ করে রামধনুর কিরণ নামল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন