অনুভূতি


           ✍️অভিজিৎ চক্রবর্ত্তী

শৈশবকালে মনে হয় শৈশবের বন্ধুবান্ধবরা ছিলো কত ভালো । 
খেলারছলে কত কোলাহলে 
 আনন্দের দিনগুলি কেটে গেলো।। 
যেদিন থেকে বাল্যকালে হলাম পর্দাপন। 
শৈশব ভুলে নতুনত্বে আবার আলিঙ্গন।। 
শৈশবেরকালের বন্ধু যত পিছে গেলো ছুটে। 
একের পর এক নতুন বন্ধু রোজ সকালে জুটে।।
বাল্যকালের বন্ধুরা সব ছিলো কত ভালো। 
কটূ কথায় কভু তারা করত না মন কালো।।
একসাথে ছুটে যাইতাম জিতি কিংবা হারি। 
সাত সমুদ্র তেরো নদী দিতাম মোরা পাড়ি।। 
আস্তে আস্তে যৌবন যখন করলো আমায় গ্রাস। 
নতুন সুরে চলল জীবন নতুন এক প্রয়াস।। 
বন্ধু বান্ধব দূরে গেলো আসল প্রেম প্রনয়। 
দুঃখের বোঝা বেড়ে গিয়ে সুখের হলো ক্ষয়।। 
উন্মাদ পাগল মন জয় করতে চায় বিশ্ব। 
বেলাশেষে সব হারিয়ে হলাম আমি নিঃস্ব।। 
মাঝপথে পরিবারে সাথে কেটে গেলো দিন। 
কর্তব্য আর দায়িত্ব মিলে বন্ধুত্ব বিলীন।। 
হলাম যখন বৃদ্ধ আমি কেউ ছিলো না পাশে। 
সবাই শুধু সময় করে একটু দেখতে আসে।। 
জীবনর এই শেষ বেলাতে হলো অনুভূতি। 
সম্পদহীনে দেবে না কেউ, একটু  সহানুভূতি।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন