✍️কানু বনিক
সারাটা দিবস পথ চেয়ে আছি তোমার ;
তুমি কখন যে বলবে, এসো আমার বুকে।
এই ঝড়ো তুফান হয়তো আর বেশীক্ষণ থাকবে না,
তারপরেই শান্ত নীড়ে ফেরা।
রাত পেরোলেই যে আলোর সন্ধান।
রাতের গভীরে বুঝতে পারি নি,
শুধু এইটুকু বুঝেছি;
রাত যতটা গভীর, ঘুম ততটাই সহযাত্রী;
তার গভীরে আছে স্বপ্ন,
যে স্বপ্ন দিবসে ফুটন্ত পারিজাত;
লুকিয়ে থাকা তোমার মত এক বিশুদ্ধ প্রেমিকা।
স্বর্ণলতিকা এখন আর শহুরে নয়
সে এখন বনবাসে,
মৃত্তিকার গর্ভে ঝর্ণাস্নানে পরিশুদ্ধ।
ভোর হতেই বনশ্রীরা শোভাযাত্রায়,
পূবাকাশের সূর্যারেণু
এখন তোমার গর্ভে প্রস্ফুটিত ফুল।
আর নেই কোনো বিভ্রাট,
ঝড়ো তুফান থেমে গেলে;
শুধু একটা কথাই বলবো,
একটি সূর্যমুখী কন্যাসন্তান দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন