নিউক্লিয়াস


              ✍️ কাজী নিনারা বেগম

এ শহর কাপছে  ধুকছে মানুষ ধুমকেতুর নিউক্লিয়াসে,,
আগামীর হাত ধরে হেটে চলেছি একা। 
প্রতি রোধে প্রতিবাদে জ্বলছে আগুন,, 
শোষণ নৈরাজ্যবাদী শাসন বিরোধী দেওয়ালে পোষ্টার সেঁটে মোমবাতি প্রজ্বলনের দাবদাহে।।
উলঙ্গ মস্তিষ্কের মানবতা কসাইয়ের ছূড়ির ফলার আগাতে টূকরো বিবর্ণ মাংসের পিণ্ডে,,
কখনো কখনো মাছিদের সম্মেলনে। 
বাতায়নে শুধু বেইমানি রক বাজের খেলায় মেতেছে প্রতারনা ভন্ডামি,,
সমাজের একঘেয়ে কলঙ্কিত কামনার পাহাড়ে জীবন জঠরে লাঞ্চিত নির্ভয়া অভয়া ফেলে আসা রাতের অন্ধকারে।। 
বারবণিতার আত্ম চিৎকারের বিলাপ গতির ডানা মিলবে,,
হয়তোবা ফুটপাতের কুকুরের কুন্ডলী দেয়া আস্তাকুঁড়ে মাছিদের মহাভুজ থামবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন