✍️সমীরন পাল
আপনার দোষে হই প্রতারিত
অপরে ক্ষমতা নাহি প্রতারণা করে।
বিবেক-বুদ্ধি, জ্ঞান সহ দিয়ে জলাঞ্জলি
ক্ষণে ক্ষণে ঠকাইনু আপনে আপনারে।
দু-চোখ পেয়েছি দেখিবারে আমৃত্যু
দেখা হয়না সে আপন খেয়ালে,
দেখি পর্দাঢাকা আস্তরনের চোখে
দেখিতে হয় যে অন্তর্চক্ষু মেলে।
কত কিছু জেনেও না জানার ভান
কালে কালে হয়েছি বঞ্চনার স্বীকার,
যা দেখানো হয় সেইটি কেবল দেখি
দেখা হয়না সার বস্তু-বিষয় যা দেখার।
ভেজাল নানা কিছু দেখি তো প্রায়শই
কই ভেজাল তো বলিনা সেইটি,
না দেখার ভান করে পাশ কাটিয়ে রাস্তা পার
যাচাই করিনা তো নকল না খাঁটি!
নিজের কাছেই নিজে হই প্রতারিত
দেখা যে কেবল নয়নের একার কাজ নয়,
দেখিবারে চাই বিবেক চেতনা বিশ্লেষন
চাই মন অকপট দ্বিধাহীন নির্ভয়।
যবে মম অন্তর্চক্ষু দেখবে এই জগৎ
তবে সগর্বে বলব আমি নইকো অন্ধ,
জগৎহীতে মর্ম দেখা দেখব আমি
হবে অন্তঃসারহীন মরীচিকার প্রতারণা বন্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন