✍️ ঈশানী ভট্টাচার্য
আমি না-ই বা পথ হাঁটলাম
তোমার সাথে,
কেননা আমি যে থমকে দাঁড়িয়েছি
তোমার কাছে এসে।
শুধু মনে মনে অনেক কিছু
খেয়াল রেখে,
অনেক স্মৃতি যত্ন করে,
মনের মণিকোঠায় রেখে দিয়েছি।
নদীর ধারে,কিংবা কাশের বনে,
যখন দোলা লাগে,
মনে হয়,
ওই সবকিছুর শুরু আর শেষ,
তোমাকে ঘিরেই।
সবকিছুর মধ্যে "তুমি"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন