✍️মৌমিতা দাস
তোমার আকাশ রঙিন এখন,
শুধু রোদের আসা - যাওয়া।
আমার আকাশ মেঘলা এখন,
বয়ে চলেছে শুরু হাওয়া ।।
তোমার ঘরের আধার কেটে,
শুধু আলোর আনাগোনা।
আমার ঘরে অন্ধকার নেমে,
বইছে শুধু বন্যা ।।
তোমার মনে রঙ লেগেছে,
নানা রঙের ছোয়ায় ।
আমার মনের রঙগুলো যেন,
ভেসে যায় ঝর্ণাধারায় ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন