✍️সুমন দাস
এ বিশ্ব এখন থমকে আছে,
মানুষের কু-কর্ম কাজে।
এ বিশ্ব এখন কাঁদছে দেখো,
তীব্র প্রতিবাদে।
এ বিশ্বের বুকে বহুযুগ ধরে চলে আসছে আন্দোলন,
সবকিছুরই প্রকাশ ঘটেছে কবিতায়।
কখনো এই বিশ্বের বুকে চলছে প্রতিবাদ,
মানুষের কু-কর্ম কাজের ফলে।
এ বিশ্বের বুকে কোনো লুকানো ব্যথা থাকে না,
ব্যথা থাকে মানব-মানবীর জীবনে।
এ বিশ্বের কথা বদলায় না কখনো,
বদলায় শুধু মানব-মানবীর কথা।
এ বিশ্বের কোনো হিংসা বোধ থাকে না,
থাকে মানুষের জীবনে।
এ বিশ্ব কখনো বদলায় না,
বদলায় শুধু মানব-মানবীর জীবন।
এ বিশ্বের মধ্যে কখন ও হয়ে উঠেছে ঘুমপাড়ানি গান,
আবার কখন ও হয়ে উঠেছে প্রতিবাদের আগুন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন