✍️দীপান্বিতা দেব
রূপকথার গল্পরা আজকে স্তব্ধ,নির্বাক অন্ধ সমাজের ক্লান্ত পথে ছুটছে মুক্তির আশায়।
গল্প যার নাকী কোনো আকার নেই সীমাহীন অবাস্তবতায় ভরা খুবই বিবর্ণ তার চেহারা।
সমাজের আধুনিকতার বিকৃত রূপ ফুটিয়ে তুলতে গিয়ে গল্পরা নিষ্প্রাণ ধারাবাহিকে পরিণত হয়েছে।
যার কোনো নায়ক নেই,নেই কোনো পরী ।
আছে শুধু হিংস্র দালাল আর যুদ্ধের দামামা ।
‘শান্তির বাণীর’ ইতিহাস আর কেউ শোনায় না।
সমাজের হিংস্রতার ভিড়ে হারিয়ে গেছে মুক্তির পথিক ।
বিলীন হচ্ছে সভ্যতা , ধ্বংস হচ্ছে মানবতা আর ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে আলোর পথ।
স্বপ্ন দেখতে আমরা ভয় পাই আমরা হিংস্র সমাজের তৈরি জীবন্ত লাশ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন