প্রত্যাশা


                   ✍️প্রবীর পাঁন্ডে

অনেক বছর পরে বহু আশা নিয়ে
এসেছি তোমার কাছে অশান্ত হৃদয়ে-
দিয়ো না বন্ধ করে নন্দনের দ্বার, 
উপেক্ষা করো না আজ হে প্রিয় আমার! 
হয়তো অনেক দিন ডাকিনি তোমায়, 
হয়তো ছিলাম ভূলে সংসার মায়ায়;
তাই বলে দিয়ো না ফিরায়ে রিক্ত হস্তে, 
বঞ্চনা করিয়ো না এ চির বঞ্চিতে। 
কত বর্ষ এমনি করে মরুময় পথে
কেটে গেছে জীবনের -ছুটিতে ছুটিতে, 
কখন যে থেমে গেছে বসন্তের মেলা, 
কখন যে হয়েছে হেথা বৈকাল বেলা। 
তবুও চলেছি হেঁটে আমি একাকার;
দুরন্ত এ মরু পথে ধূ ধূ অন্ধকার। 
শুধু আজ এসে এ গোধূলি বেলায় 
দাঁড়িয়েছি তোমার দ্বারে কত না আশায়, 
বন্ধ করিয়ো না প্রভূ নন্দনের দ্বার
দিয়ো না ফিরায়ে প্রিয় পশ্চাতে আবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন