✍️ মৌসুমী গোয়ালা
স্বপ্নগুলোকে কল্পনার ডানায় উড়িয়ে দিয়েছি
চলে গেছে ধরা ছোঁয়ার বাইরে,
হয়ে উঠেছে অমর্ত্যচারী।
বহুকাল গৃহহারা, ধরবার ছলে শেকলে বাঁধবার আকাঙ্ক্ষায়,
চাইছি নিজ নিকেতনে ফিরিয়ে আনতে,
আত্যন্তিকতায় নয় আন্তরিকতায়।
কাল থেকে কালে প্রসারিত আর্তির বিস্তার
অন্তর নিঙড়ানো আকুলতা, বিড়ম্বিত ভাগ্যে,
এক লহমায় মূলছিন্ন।
প্রবঞ্চনা প্রতারণায় ক্ষতবিক্ষত মনোজগত,
এফোঁড় ওফোঁড় করছে প্রতিনিয়ত বেদনাবোধ,
অদ্ভুত যন্ত্রনাজাত উপলব্ধি।
ফিরে পাবার উদগ্র কামনায়, শিকড় সন্ধানে
প্রশান্ত অনুভূতি কাজ করে চলে,
স্বতন্ত্র মনস্বত্বের একমূখীতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন