কে কেমন মানুষ


                   ✍️অর্ধেন্দু ভৌমিক
নারকেল পাতাগুলো কেমন জানি 
প্রধান শিরায় জোড়া মানুষগুলো
দু'ধার দিয়ে আপন প্রশংসা মেতে
লিকলিক ছলনায় বাতাস কাটে । 

তালপাতায় সঁপে দেওয়া জীবন
চারদিক প্রেমের অপসারী আলো
তুফান সংশয়বাদী বুকের পাঁজর---

দেখি, কে কেমন মানুষ বটে  !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন