✍️সংহিতা ভট্টাচার্য্য
আমি জানি এ কবিতা তোমার হাতে পৌঁছবে না কোনদিনও।
জানি...জেনেও লিখি।
কি করি বল?
এক অবাধ্য যন্ত্রণায় ছটফট করে আমার কলম।
আমার বৃত্তের চারিদিকে তোমার বর্ণমালারা সারাক্ষণ ঘুর ঘুর করে।
যে বর্ণমালায় শুধু গ্রীষ্মের তীব্র দাবদাহ,কালবৈশাখীর তান্ডব, বানভাসির আর্তনাদ, আর কনকনে ঠান্ডার অনুভূতি ছাড়া আর কিছু নেই।
আমি হন্যে হয়ে খুঁজে বেড়াই
শরতের নীল আকাশ
টুকটুকে লাল পলাশ..
ইলশেগুঁড়ি বৃষ্টি
আর
দুটো শালিক।
দহন ক্লান্ত দিনের শেষে
আমি শুধু বৃত্তের ব্যাসার্ধ মাপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন