রাই


                  ✍️ সম্পা কর্মকার

বিনোদিনী রাই ,
বিরহেতে চক্ষু ভাসাই ।
রাধার মরমে শুধুই কৃষ্ণনাম...
কৃষ্ণের বাঁশির সুরে শ্রীমতি রাধিকার প্রাণ করে আনচান ।।
অন্ধকার পথে অভিসার যাত্রা...
কপালে জুটিলো কলঙ্কিনী মাত্রা ।
গোপীগনের সহিত কৃষ্ণের লীলা...
দেখে শ্রীরাধিকার হইলো ঈর্ষা ।।
শ্রীকৃষ্ণের মথুরা যাত্রায়
রাধিকার অন্তর হইলো নাশ ।
রাধা-কৃষ্ণের প্রেম-বিলাস...
যেথা সেথা সর্বত্র করে বিরাজ ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন