✍️অভিজিৎ সরকার
চারিদিকে যখন ভয়ংকর পরিস্তিতি, ঘর থেকে বের হওয়াটা ও দায়!
ঘনিষ্ট মানুষদের সঙ্গে দেখা করা টাও দায়!
খোলা আমাদের সেই মাঠ টা তেও যাওয়া দায়!
চারিদিক কেমন যেন থমকে আছে।
চাইলেও কারোর সঙ্গে কথা বলা, দেখা করা যায় না।
একটা সংকুচ রয়ে যায় মনে।
এমন দিনের মধ্যে বের হলাম,
হবার কি ছিল তাই হল!
কিন্ত আজ আমাদের সেই মাঠ এ যায় নি।
রাস্তা দিয়ে হাটাহাটি, আর প্রকৃতি দেখা।
চমকানোর তেমন কিছু ছিল না যদিও।
সবাই প্রায় গৃহবন্দী, তার মধ্যে অল্প কয়েক জনের সঙ্গে দেখা,
এই হাটাহাটির মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখা,
চারিদিকের পরিবেশ স্তব্দ আর সবুজে পরিপূর্ণ।
সেটা যেন মন টা কেরে নিয়ে যাচ্ছিল।
বিকেল থেকে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল।
তারপর সেই মাঠ পানে গিয়ে দাড়ালাম।
অল্প সংখ্যক ছেলেরা খেলা করছিল।
যে মাঠে একসময় অনেক ছেলেরা খেলা করত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন