✍️সঙ্ঘমিত্রা নিয়োগী।
পূর্ণিমা গাঢ় হয়ে গেলে
আমাদের চুপ থাকার মুহুর্ত
চাঁদের আলোয় স্নান করতে দেখি
যেন সদ্য ঋতুমতী নারী
ব্যালকনিতে ব্যথার পর্দা
ফাঁকফোকর ঢেকে দিয়েছে
আঁধার জড়িয়ে দিয়েছে বোরকা,
পেছনে একটি অধ্যায় পোড়ার ধোঁয়া উড়ছে
এভাবে আমরা উপন্যাস লিখে ফেলেছি
পাঠ প্রতিক্রিয়া দিচ্ছে সময়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন