✍️শুক্লা চক্রবর্তী
জানিস মা...
আমাদের সকলের সবকিছুতেই,
নতুনত্ব কিংবা অভিনবত্ব চাই।
মাঠে ঘাটে রাস্তায় চাই যে শুধু নতুনত্বের ছোঁয়া।
হারিয়ে না যায় আমাদের হতে নতুনত্ব তার যে ভয় হয় সদা,
এই নতুনত্ব যেনো তাড়া করে বেড়ায় সর্বদা।
আমরা যে এই নতুনত্বের পিছু পিছু হাঁটতে থাকি,
মরুভূমির শুষ্ক বালিচড়ের ওই পিপাসার্ত পথিকদের মতো।
এই নতুনত্বের সন্ধানে যেনো...
আমরা হারিয়ে বসি আমাদের অস্তিত্বকেই,
বিসর্জিত হয় সহস্ত্র নতুনত্বের ভীড়ে সহস্র পুরোনো স্মৃতি!
তবে এই নতুনত্বের তাড়নায় তাড়িত হতে হতে যখন একদিন,
জীবনের সন্ধ্যালগ্নে নেমে আসে আঁধার কালো রাত।
যখন বয়ে যায় হাজারো প্রশ্ন নদী আমাদের মননে,
তখনই মনে পড়ে প্রাণের ঠাকুর তোমার ওই গানটি...
"তুই ফেলে এসেছিস কারে, মন, মনরে আমার"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন