✍️সপ্তশ্রী কর্মকার
একান্নবর্তী দুপুরের সুখে ইনসমনিয়া বাঁধা বিঁধেছে,
বিধিলিপির এক চিলতে হাসি আজ অম্লান,
অসমাপ্ত দেখা চিড়িয়াখানা, শিকার গৃহবন্দি বিকার মন।
চাইছি ঘুড়ি উড়াতে, কিন্তু নিঃসঙ্গ আঙুল।
স্বাদকোরক আজ জব্দ, পড়ন্ত সন্ধ্যায় জাংক ফুড না খেয়ে,
মোবাইল ফোনে গুগল আর ইনস্টাগ্রামের নোটিফিকেশন।
রবিবার বলে ছুটির দিনটা মনে হয়, উঠে যাবে ঘরবন্দি চলাকালীন,
অবসর ঘুমে শুধু স্বপ্ন আর নোনতা ঘাম,
দুপুরে জুড়ে শুধু ছত্রাক ঘাটাঘাটি আর ওয়েট স্কেল দেখে ওজন কমানোর চেষ্টা ।
নিদ্রা দেবীর সঙ্গে আলোচনায় হয়, শিথিল সমর্পন মন,
অসমর্পনকালীন চিত্তে হয় না কখনো ঘুম ও আনন্দময় মন দর্পণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন