স্বপন দেবনাথ
যদি আজ পাখি হতাম
তবে অসীম মুক্তাকাশে
পাখিদের ভিড়ে আজ ডানা ঝাপটাতাম!
যদি হতাম মাটে ঘাটের ঐ সবুজ ঘাস
তবে আপন মনে বেয়ে যেতাম
দুটি চোখ যায় যেখানে!
আজ যদি প্রকান্ড এক বৃক্ষ হতাম
তবে আমার ছায়ার তলে এসে
ক্লান্ত শ্রান্ত পথিক হতো ক্ষান্ত।
যদি হতাম প্রত্যুষ যুগের সেই সোনালী কিরণ
তবে আমার হালকা উষ্ণতায় ফিরে পেতো নব প্রাণ
মৃতা সেই সভ্যতা।
হঠাৎ যদি হয়ে যেতাম ঝরনার কলকল শব্দে বয়ে যাওয়া
শীতল বারিধারা ; অথবা যদি হতাম
আকাঁবাঁকা পথের খরতর ভাবে বয়ে যাওয়া
অপাপবিদ্ধ সলিল
তবে নৈরাজ্য সভ্যতায় গিয়ে পতিত হতাম
জলকল্লোলে।
আবার যদি হয়ে যেতাম; কৃষকের ঘরের সেই
সোনালী ফসল
তবে আমায় আহার করে পথের ধারে পরে থাকা
সেই পথশিশুটি করতে পারত ক্ষুধা নিবৃত্তি।
আমি হয়ে যেতে চাই সবুজে সবুজময় প্রকৃতি,
ভূলোক দ্যুলোকে প্রবাহমান মৃদু মৃদু সমীরণ!
আর কিছু নয় --
প্রকৃতিতেই -- প্রকৃতি হয়ে বাঁচতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন