আগন্তুক


                   ✍️রাহুল দেবনাথ

একটা পরিচয়হীন শহর!
ট্রাম লাইন ছুঁয়ে দেখি,
কিছু হিসেবে এখনো বাকি
মানে ব্যর্থতার কথা বলছি।
তবুও বাধ্য হয়েও যে ব্রতী হতে চাই।
কিন্তু ভগ্নহৃদয় কি আর সঞ্জীবনী হয় তখনও,
তবু ক্ষতগুলো স্বাধীনতা চায়।
প্রত্নতত্ত্বে নীরব প্রেম,
অবাস্তব স্বপ্নের কঠিন পথ চলায়।
খামখেয়ালী দৃষ্টিকোণ বলে,
শূন্যতায় পূর্ণতার কক্ষপথ।
নীতিকথার মোটা অক্ষরে
বিষাদ হৃদয় এ আমি অপেক্ষারত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন