✍️সুধীর রায়
কোথা গেলে পাবে তুমি ছোট্ট সুখের নীড়?
এ দুনিয়ায় হিংসা, নিন্দা, হানাহানির ভীড়!
চায় না কেহ কারো ভালো, করে কানাকানি!
গুণের চেয়ে মন্দে বেশী, করে টানাটানি!
কে, কাকে জব্দ করবে, কৌশল খোঁজে ছলে!
সুখের নীড়ে দুঃখের আগুন ছড়িয়ে দেবে বলে!
তোমায় যদি নিঃস্ব করে দিতে পারে সে!
তার থেকে আর বেশী খুশী হবে বলো কে?
সত্য এখন দুর্বল হয়ে শুইয়ে কাঁদে ঘরে!
মিথ্যা বুলি দাপিয়ে বেড়ায়, শক্তি হয়ে ঝরে....
যাও না তুমি জাহান্নামে! কার কী আসে যায়?
তোমায় জব্দ করে সে বড় হতে চায়!
ঠকবাজদের এ দুনিয়ায় কোথা সুখের নীড়?
চৌদিকে তে হানাহানি ধান্দাবাজের ভীড়!
সব কিছু দেখে শুনে তাই তো মনে হয়,
দুঃখের নীড় খোঁজে পাবে, সুখের নীড় নয়!
দ্বন্দ্ব ভুলে যাও রে সবে,
হানাহানি আর নয়;
ভালোবাসার প্রাচীর গড়ো,
যেন, দুনিয়াটা শান্ত সুখের নীড় হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন