দূরত্ব


                   ✍️সুচন্দ্রা ভট্টাচার্য্য

কাটানো সময়ের পরিমাণ যখন কমে যায়-
দূরত্বের বীজ বোনা তখনই শুরু হয়ে যায়।
সেই বীজের কোলে জন্মানো গাছের ছায়ায়-
একটা সুন্দর সম্পর্ক নিমেষেই হারিয়ে যায়।
হাজারো অভিমান আর ভুল বোঝাবুঝির ভিড়ে-
শক্ত দড়িতে মোড়া বন্ধন ও যায় ছিড়ে॥
ছেড়ে দিতে নেই সম্পর্ককে ভাঙনের ভিড়ে-
ফেরাতে হয় ভালোবাসায় গড়া মিলনের নীড়ে ॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন